• ঢাকা
  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জমাদিউস সানি ১৪৪৬

টিকার আওতায় ছিন্নমূল জনগোষ্ঠী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২২, ০৩:৫০ পিএম
টিকার আওতায় ছিন্নমূল জনগোষ্ঠী

রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আইরিশ এইড এর অর্থায়নে এবং স্বাস্থ্য অধিদপ্তর, ব্রাক, ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ভাসমান মানুষদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। ছিন্নমূল এসব মানুষদের টিকা কর্মসূচির আওতায় আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এই ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী। 

tika

১৮ বছরের উর্ধ্বে বিভিন্ন বয়সের মাঝে এই টিকা প্রদান করা হয়।

tika

টিকার কার্ড দেখিয়ে পরে বুস্টার ডোজ পাবেন তারা।

tika

রাজধানীর বিভিন্ন একালায় এই কর্মসূচি চলছে।

করোনা ভাইরাস নিয়ে উদাসীনতা থাকলেও টিকা কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্য সচেনতা বৃদ্ধির চেষ্টা চলছে। 

tika

রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে

Link copied!