রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় আইরিশ এইড এর অর্থায়নে এবং স্বাস্থ্য অধিদপ্তর, ব্রাক, ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনসহ বিভিন্ন সংগঠনের সহযোগিতায় ভাসমান মানুষদের করোনাভাইরাসের টিকা দেওয়া হচ্ছে। ছিন্নমূল এসব মানুষদের টিকা কর্মসূচির আওতায় আনতে রাজধানীর বিভিন্ন এলাকায় এই কর্মসূচি পালন করা হচ্ছে। রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে। কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে এই ছবিগুলো তুলেছেন সাবরিনা মুন্নী।
১৮ বছরের উর্ধ্বে বিভিন্ন বয়সের মাঝে এই টিকা প্রদান করা হয়।
টিকার কার্ড দেখিয়ে পরে বুস্টার ডোজ পাবেন তারা।
রাজধানীর বিভিন্ন একালায় এই কর্মসূচি চলছে।
করোনা ভাইরাস নিয়ে উদাসীনতা থাকলেও টিকা কর্মসূচির মধ্য দিয়ে তাদের মধ্য সচেনতা বৃদ্ধির চেষ্টা চলছে।
রাজধানীর পর এই কর্মসূচি শুরু হবে সারা দেশে