রাজধানীর রামপুরায় অনাবিল পরিবহনের বাসচাপায় মাইনুদ্দিন ইসলাম দুর্জয়ের নিহতের প্রতিবাদে রামপুরা ব্রিজ এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৩০ নভেম্বর) সকাল ১০ থেকে রামপুরা ব্রিজ এলাকায় শিক্ষার্থীরা জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন।
বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে শিক্ষার্থীদের উপস্থিতি।
সড়ক অবরোধের কারণে রামপুরা ডিআইটি রোডে যান চলাচল বন্ধ হয়ে গেছে।
শিক্ষার্থীরা সহপাঠী হত্যার বিচারের দাবিতে পথে নেমেছেন।
সবার জন্য নিরাপদ সড়ক চান তারা।
দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।