• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ছবিতে রাজধানীর লাউতলা খাল উদ্ধার কাজ


সাবরিনা মুন্নী
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৮:৩৬ পিএম
ছবিতে রাজধানীর লাউতলা খাল উদ্ধার কাজ

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করে পুনরায় খাল খনন চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। গত ২৩ জানুয়ারি থেকে শুরু করে আজ পর্যন্ত টানা কাজ করে যাচ্ছে ডিএনসিসি। এই প্রকল্পের আওতায় আশপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদের ছবি তুলেছেন সাবরিনা মুন্নী।

রাজধানীর মোহাম্মদপুরের বছিলা এলাকার লাউতলা খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু।
পুনরায় খাল খননের জন্য মাটি তোলা হচ্ছে।
খালের পাশে থাকা অবৈধ বিল্ডিং ভাঙা হচ্ছে।  
খাল পুনরুদ্ধার চলছে।
ভেকু মেশিন ব্যবহার করে মাটি খননের কাজ চলছে।
লাউতলা খাল উদ্বারের কাজ চলছে। 
স্তুপ করে রাখা খালের মাটির মধ্য খেলতে দেখা গেছে স্থানীয় শিশুদের। 
বিস্তীর্ণ এলাকা জুড়েই চলছে উদ্ধার কাজ।   
কোনো প্রকার নিরাপত্তা ব্যবস্থা না নিয়েই চলছে অবৈধ স্থাপনা ভাঙার কাজ। 
অবৈধ স্থাপনা ভাঙার কাজ চলাকালীন সময়ে এভাবেই ঝুঁকি নিয়ে নিচ দিয়ে চলাচল করছে সাধারণ মানুষ। যেকোন সময় ঘটে যেতে পারে মারাত্মক দুুর্ঘটনা। 

 

Link copied!