আসি আসি করছে বসন্ত। মাঘকে বিদায় জানিয়ে নবরূপে সাজার পালা প্রকৃতির। মাঘের এই শেষ বেলায় শীত যেন যেতেই চাইছে না। সকাল থেকে কুয়াশায় ঢাকা চিরচেনা নগরকে যেন একটু ভিন্নই লাগছে। শীতের মিষ্টি ঝলমলে রোদের পরিবর্তে সকাল থেকে মেঘ কুয়াশার আনাগোনায় পড়ছে টিপটিপ বৃষ্টি। কর্মচঞ্চল এই শহর যেন আজ (বৃহস্পতিবার) একটু মন্থর গতিতেই চলছে সকাল থেকে। রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সাবরিনা ইয়াসমীন।