• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বিবাহবিচ্ছেদ ঠেকাতে সচেতনতা জরুরি


জান্নাতুল যূথী
প্রকাশিত: জুন ১৪, ২০২৩, ০২:৫৯ পিএম
বিবাহবিচ্ছেদ ঠেকাতে সচেতনতা জরুরি

যুগ পাল্টাচ্ছে। মানুষ পাল্টাচ্ছে। সেইসঙ্গে পাল্টাচ্ছে মানুষের জীবনযাপন পদ্ধতি, চাহিদা ও আকাঙ্ক্ষার। এত পরিবর্তনের মধ্যে বিশেষভাবেই নারী-পুরুষের জীবনেরও রদবদল ঘটছে। পুরুষ-নারী সবাই জীবনকে স্বাভাবিক ও সহজ-সরল পথে চালিয়ে নিতেই বেশি অভ্যস্ত হয়ে উঠছে। এক কথায় মানুষ এখন অনেক বেশি স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করেন।

পুরুষ স্বাচ্ছন্দ্যে থাকতে ঘরে-বাইরে উভয় ক্ষেত্রেই আজীবন নিজের জায়গা অটুটভাবেই দখল করে রেখেছেন। পক্ষান্তরে নারী ঘরে-বাইরে সর্বক্ষেত্রেই আজীবন কোণঠাসা। জন্মের পর থেকেই কন্যা শিশুর সঙ্গে চলে একধরনের লুকোচুরি খেলা। অনেকটা চাপিয়ে দিয়ে, দমিয়ে রেখেই তাদের গড়ে তোলা হয়। এর ফলে নারীদের মধ্যেও এক ধরনের পোষমানা স্বভাব গড়ে ওঠে। বাবা-মা একজন কন্যা সন্তানের ওপর চাপিয়ে দেন পরিবার-সমাজের নিয়ম-কানুন, নীতি-নৈতিকতার নানারকম ফাঁদ। যেই ফাঁদে নারীকে গড়ে তোলা হয় পুতুল সদৃশ। করা হয় শোষণের অন্যতম কাণ্ডারি। শাসকের ভূমিকায় থাকতে থাকতে পুরুষতান্ত্রিক সমাজ ভুলেই যায় নারীরাও মানুষ।

তবে আজকের দিনে এসে নারীদের ওপর চাপিয়ে দেওয়া বোঝা, শোষণ, বঞ্চনাকে নারীরা পায়ে ঠেলতে শিখেছে। সমাজের রক্তচক্ষুকে কড়া চপেটাঘাত করতেও শিখেছে। এর প্রমাণ হিসেবে নারীর বর্তমান অগ্রযাত্রা। নারীরা সর্বক্ষেত্রে নিজেদের যোগ্যতা, দক্ষতার প্রমাণ দিয়ে গড়ে তুলছেন আপন ভুবন।

শুধু কোনো একটি বিশেষ জীবনকে নয়, বরং নিজের কাছেই নারীরা নত হচ্ছেন, অন্যায়ের সামনে নয়। ফলে স্বাভাবিকভাবেই শোষণ যখন চরম মাত্রায় তখন তিনি নারী হন বা পুরুষ অবশ্যই নিজেকে টিকিয়ে রাখার সর্বোচ্চ চেষ্টা করবেন। আমাদের সমাজে হচ্ছেও ঠিক তাই। ডিভোর্সের হার বর্তমানে বেশি। কিন্তু কেন ডিভোর্স বাড়ছে? আর শিক্ষিত নারীরাই বা কেন ডিভোর্স বেশি দিচ্ছেন? ডিভোর্স কি নারীকে শিক্ষিত করার ফল? না কি প্রচণ্ড পরিমাণে অবদমিত, শোষিত, নিপীড়নের শিকারে নারীর কড়া জবাব? শিক্ষিত-অশিক্ষিত-অর্ধশিক্ষিত সব নারীরাই কি এ ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন!

এ বিষয়ে গণমাধ্যমের তথ্য প্রকাশিত হয়েছে। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, দেশে দিন দিন ডিভোর্সের হার বাড়ছে। এক বছরে ডিভোর্সের হার বেড়ে দাঁড়িয়েছে ১.৪ শতাংশ। যা আগের বছর ছিলো ০.৭ শতাংশ। মঙ্গলবার (১৩ জুন) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ভবনে বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিক্স ২০২২-এর প্রতিবেদন প্রকাশ করা হয়। এই প্রতিবেদনেই এসব তথ্য উঠে এসেছে।

ঢাকার দুই সিটির মেয়রের কার্যালয়ের তথ্য মতে, ২০২২ সালে তালাকের আবেদন এসেছিল মোট ১৩ হাজার ২৮৮টি। এর মধ্যে দক্ষিণ সিটি করপোরেশনে ৭ হাজার ৬৯৮টি, উত্তর সিটিতে ৫ হাজার ৫৯০টি। এ হিসাবে রাজধানীতে প্রতিদিন ভেঙে যাচ্ছে প্রায় ৩৭টি দাম্পত্য সম্পর্ক, অর্থাৎ তালাকের ঘটনা ঘটছে ৪০ মিনিটে ১টি করে। আর চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে আবেদনের সংখ্যা ২ হাজার ৪৮৮।

২০২০ ও ২০২১ সালেও রাজধানীতে বিবাহবিচ্ছেদের আবেদনের সংখ্যা ছিল ১২ হাজারের বেশি। ঢাকার দুই সিটির মেয়রের কার্যালয়ের তথ্য অনুসারে, এই দুই বছরে আবেদন জমা পড়েছে যথাক্রমে ১২ হাজার ৫১৩ এবং ১৪ হাজার ৬৫৯টি। গত চার বছরে তালাক হয়েছে ৫২ হাজার ৯৬৪টি।

বিবাহবিচ্ছেদ যে কয়েক বছর ধরে বাড়ছে, তা বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যেও দেখা যায়। বেশি বাড়ছে শিক্ষিত দম্পতিদের মধ্যে। বিবিএসের ২০২১ সালের ‘বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিসটিকস’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, ১৫ বছর ধরে তালাকের হার ঊর্ধ্বমুখী। সবচেয়ে বেশি রাজশাহী বিভাগে, কম সিলেটে।

বিবাহবিচ্ছেদের কারণ হিসেবে বেশির ভাগই ‘বনিবনা না হওয়াকে’ প্রধান কারণ রূপেই তুলে ধরেছেন। এছাড়া স্ত্রীর করা আবেদনের কারণগুলোর মধ্যে স্থান পেয়েছে ভরণপোষণ না দেওয়া, যৌতুকের দাবিতে নির্যাতন, স্বামীর সন্দেহবাতিক মনোভাব, অন্য নারীর সঙ্গে সম্পর্ক, মাদকাসক্তি, পুরুষত্বহীনতা, ব্যক্তিত্বের সংঘাত। আর স্বামীদের আবেদনে স্ত্রীর বদমেজাজ, সংসারের প্রতি উদাসীনতা, সন্তান না হওয়া, অবাধ্য হওয়া, ইসলামি শরিয়ত অনুযায়ী না চলাসহ বিভিন্ন কারণের কথা উল্লেখ করা হচ্ছে। যৌক্তিক বিচারে কোন কারণগুলো সঠিক বলে মনে হচ্ছে? পুরুষের পক্ষ থেকে এ ধরনের অভিযোগ কতটা যৌক্তিক? নারীদের সঙ্গে যেখানে ঘটছে যৌতুকের মতো জঘন্য ঘটনা সেখানে পুরুষেরা বলছেন উদাসীনতা, সন্তান না হওয়া, অবাধ্য হওয়ার কথা! সেক্ষেত্রে শিক্ষিত নারীর ওপর দায় চাপিয়ে পুরুষতন্ত্র নিজেদের দোষ ঢাকতে চেষ্টা করছে। এবং রিপোর্টেও দেখা যায়, ডিভোর্স প্রদানের ক্ষেত্রে শিক্ষিত নারীর হার বেশি।

আগের যুগে নারীকে শুধুই ঘরে আবদ্ধ রাখা গেলেও এখন নারীরা অনেকটা সচেতন। নিজের জীবনকে প্রাধান্য দিতে নারীরা পরিবার-সমাজকে বুড়ো আঙুল দেখাতে পারছেন। এর অন্যতম কারণ শিক্ষা তবে একমাত্র কারণ নয়। শোষণ যখন চরমে প্রতিবাদও তেমনই প্রগাঢ় হবে এটাই স্বাভাবিক। আজকের দিনে এসেও পুরুষ চায় সর্বদা নারীকে শোষণ করতে। দমিয়ে রাখতে। যার ফল ডিভোর্স। বর্তমানে নারীরা নির্যাতন শব্দটির সঙ্গে একেবারেই আপোষহীন। ফল ডিভোর্স।

দাম্পত্য সম্পর্কের অবনতি হওয়ার অনিবার্য ফল ডিভোর্স। কিন্তু অবনতি কোন পর্যায়ে পৌঁছালে একজন নারীকে ডিভোর্সের সম্মুখীন হতে হচ্ছে? নারী মানেই কোমলপ্রাণের অধিকারী। মায়ের জাত। দীর্ঘদিনের শোষণ যখন চরমে ওঠে একটি মানুষ তখনই অপর ব্যক্তি থেকে আলাদা হন। ভালোবাসার ঘাটতি হলে ঠিক বাড়ির পশুটিও কিন্তু একসময় গৃহত্যাগ করে। আর নারী প্রচণ্ড পরিমাণে মানুষ। খুব বেশি অভিমানী, আত্মসম্মানের অধিকারী। নারীদের ভালোবাসার ক্ষমতা যেমন পাহাড়সম ঠিক ঘৃণাও ততটাই। ফলে যখন নারীরা প্রতিনিয়তই নিপীড়নের শিকার হচ্ছেন, কাজের যোগ্য মূল্যায়ন পাচ্ছেন না, শ্রদ্ধা, সম্মান সর্বোপরি কোনো রকম ভালোবাসার লেশমাত্র থাকছে না এবং নারীদের দেওয়ালে পিঠ ঠেকে যাচ্ছে একটু স্বস্তির বাতাস নিতে তখনই বেশিরভাগ নারী ডিভোর্সের পথে হাঁটছেন।

ডিভোর্স নারীদের পক্ষে বেশি। তার কারণ কিন্তু শিক্ষা নয় বরং বোঝা উচিত পুরুষের অত্যাচার কত বেশি আজকের যুগে এসেও? আর নারীদের শিক্ষা থাকার কারণে কাজটা অনেকটা সহজ হচ্ছে নারীদের জন্য। কারণ শিক্ষা অবশ্যই চক্ষু উন্মুক্ত করে। অর্থাৎ ভালো-মন্দের তফাত বোঝাতে সাহায্য করে। ফলে বর্তমানে নারীদের থেকে বেশি ডিভোর্সের কারণ নারীরা সচেতন হচ্ছেন। নিজেদের অধিকার সম্পর্কে বুঝতে শিখেছেন। নানি-দাদির আমলে তাদের সঙ্গে যা হতো, সেটাকেই নিয়তি বলে মেনে নিতেন। অত্যাচারের সম্মুখীন হলে সেটাকে মানিয়ে নিয়েই জীবন পার করে দিতেন। যা এখন ঘটছে না। এর কারণ অবশ্যই শিক্ষা। আর সবচেয়ে নেপথ্যে আছে অর্থনৈতিক সচ্ছলতা। যা নারীকে একধাপ এগিয়ে দিচ্ছে।

শিক্ষার ফলে নারীরা নিজেদের সম্মানকে বাড়িয়ে তুলছেন। মূর্খ পুরুষতন্ত্রের সঙ্গে তাল মিলিয়ে নিজেকে ভাগ্যের পরিহাস করে তুলছেন না। বরং যোদ্ধা হয়ে আজীবন পরিবার-সমাজের সঙ্গে লড়াই করে নিজের অবস্থান করে তুলছেন। এজন্য নারীকে কাঠগড়ায় দাঁড় করানো উচিত নয়। নারীরা যদি ডিভোর্সের মতো সিদ্ধান্ত গ্রহণ করেন তবে বুঝতে হবে, এ সমাজে পুরুষতান্ত্রিক শোষণ এখনও কতটা!

শিক্ষার সঙ্গে ডিভোর্সের কোনোই সংযোগ নেই। বর্তমানে শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত কোনো নারীই আর আগের মতো পুরুষতন্ত্রের নির্যাতনকে সহ্য করে পড়ে থাকছে না। এটাই পার্থক্য। তবে শিক্ষা নারীর জন্য অনেকটা বিষয়গুলো সহজ করে তুলেছে। নারীরা নিজেদের অধিকার বুঝে নিতে শিখছে। দিনশেষে যার মঙ্গল কামনায় নারীরা সবথেকে বেশি সময় পার করে দেন যখন সেখান থেকেই বিপরীত আচরণ প্রাপ্ত হয় তখন নারীরা আর চুপ করে থাকছেন না। এর দায় যদি কারও নিতেই হয় তবে অবশ্যই পুরুষতন্ত্রের শোষণমূলক মনোভাব। এই মনোভাবের যতদিন পরিবর্তন না ঘটবে ততদিন এই চিত্র আরও দীর্ঘ হবে। পুরুষতন্ত্রের প্রভুসুলভ মনোভাব নারীকে শক্তি জোগায় নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে। তাই পুরুষতান্ত্রিক সমাজ নারীকে দোষারোপ না করে আগে নিজেদের শোধরাবার চেষ্টা করুন। সচেতন হন নারীর সম্মান, শ্রদ্ধা, ভালোবাসার প্রতি। তবেই হয়তো এ ঘোর অমানিশা কাটবে। নারী যদি তার প্রাপ্ত সম্মান-ভালোবাসা-শ্রদ্ধা-কাজের মূল্যায়ন পান তবে অবশ্যই নারী তার ভালোবাসাকে সম্মানে আগলে রাখে। কিন্তু যখন নারী নিজেই অত্যাচারের শিকার হচ্ছেন তখন তিনি সম্পর্ক থেকে সরে আসছেন। তাই ডিভোর্সের মহামারি কাটাতে হলে অবশ্যই নারীকে তার যোগ্য সম্মান-শ্রদ্ধা-ভালোবাসা-মূল্যায়ন করতে হবে। সর্বোপরি স্বামী-স্ত্রী পরস্পরের বন্ধুত্বসুলভ আচরণ, পরস্পরের প্রতি দায়-দায়িত্ব পালন আবশ্যক। তবেই জাতি এ থেকে পরিত্রাণ পাবে আশা করা যায়।

লেখক: শিক্ষক ও গবেষক।

Link copied!