মুক্তিযুদ্ধ ও আমাদের শিল্পীরা
মুক্তিযুদ্ধ বাঙালির আত্মপরিচয়ের স্মারক কিংবা জন্মজরুল বলা যায়। মুক্তিযুদ্ধ কখনো একটি ঘটনার মধ্য দিয়ে শুরু হয় না, ভারতবর্ষেও স্বাধীনতা সংগ্রামের আগে থেকেও আমরা একই বিষয় দেখে এসেছি। সিপাহি বিদ্রোহ বা সিরাজউদ্দৌল্লার আম্রকাননের যুদ্ধ কোনোটাই মুক্তি সংগ্রাম থেকে আলাদা নয়। আন্দোলন-সংগ্রামের এক একটি সোপানকে অতিক্রম করে স্বাধীনতা সংগ্রামের দিকে অগ্রসর হয়।