• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘৬ মাসের তেল আমদানির শিডিউল নিশ্চিত আছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৭, ২০২২, ০১:৫২ পিএম
‘৬ মাসের তেল আমদানির শিডিউল নিশ্চিত আছে’

আগামী ছয় মাসের তেল আমদানির শিডিউল নিশ্চিত আছে বলে জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান এ বি এম আজাদ।  

বুধবার (২৭ জুলাই ) দুপুরে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

দেশে ৩২ দিনের ডিজেল মজুত আছে জানিয়ে এ বি এম আজাদ বলেন, “জেট ফুয়েলের মজুতও আছে পর্যাপ্ত সময়ের। জেট ফুয়েলের মজুত আছে ৪৪ দিনের। সাইক্লিক অর্ডারে জ্বালানির আমদানির নিশ্চয়তা আছে। এ নিয়ে কোনো সংকট নেই।

এর আগে, পেট্রলপাম্প থেকে জ্বালানি তেল সরবরাহ কমিয়ে দেওয়া হচ্ছে বলে গুজব ছড়ানো হচ্ছে। খোদ পেট্রল পাম্প মালিকদের একাংশের একটি সংগঠন পেট্রল পাম্পে নোটিশ লাগিয়ে তেল কম সরবরাহ করা হবে বলে জানাচ্ছে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের নির্দেশনার একটি নোটিশের ছবি ছড়িয়ে পড়ে। অনেকেই এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে পোস্ট করেন।

ওই নির্দেশনায় বলা হয়েছে, ‘জ্বালানি সাশ্রয়ের নিমিত্তে মোটরসাইকেলের জন্য সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩ হাজার টাকার অকটেন বা ডিজেল নেওয়া যাবে।’ তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) এবং পেট্রোবাংলা থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো নির্দেশনা জারি করেনি সরকার।

জ্বালানি মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য কর্মকর্তা মীর আসলাম উদ্দিন জানান, এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। যদি কেউ এই ধরনের কাজ (নোটিশ) করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!