• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘৩০০ আসনে ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১০, ২০২২, ১২:৪৮ পিএম
‘৩০০ আসনে ইভিএমে ভোট চায় আওয়ামী লীগ’

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করার জন্য় নির্বাচন কমিশনের কাছে দাবি জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (১০ মে) ওবায়দুল কাদের এই কথা জানান। সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউ  আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সঙ্গে দলের সম্পাদকমণ্ডলীর সভা অনুষ্ঠিত হয়।

ওবায়দুল কাদের বলেন, “সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণের জন্য় আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব রেখেছে। তবে ইসি সক্ষমতা অনুযায়ী ভোট গ্রহণ করবে।”

বিএনপির নেতাদের নির্বাচনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, “দর-কষাকষি না করে নির্বাচনে অংশগ্রহণ করুন। ভোটের মাঠে সক্ষমতা যাচাই হবে। সুষ্ঠু নির্বাচনে নির্বাচন কমিশনকে সহযোগিতা করুন।”

এদিকে বৈঠকে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সম্মেলনের নির্দেশনা দেন ওবায়দুল কাদের। সংগঠনের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যকে তিনি এই নির্দেশ দেন। দুই দিনের মধ্যেই তারিখ নির্ধারণ করে আওয়ামী লীগের দপ্তর সেলে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়া মেয়াদোত্তীর্ণ হওয়ায় যুব মহিলা আওয়ামী লীগ ও মহিলা আওয়ামী লীগের সম্মেলনের নির্দেশও দেওয়া হয়।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!