• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

তিন দিনের ছুটির ফাঁদে দেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২১, ০১:৫১ পিএম
তিন দিনের ছুটির ফাঁদে দেশ
ফাইল ছবি

আসন্ন বিজয় দিবসের ছুটির সঙ্গে দুই দিনের সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা তিন দিনের ছুটির ফাঁদে পড়তে যাচ্ছে দেশ। ১৬ ডিসেম্বর (বৃহস্পতিবার) বিজয় দিবসের ছুটি। এরপর শুক্র ও শনিবার (১৭ ও ১৮ ডিসেম্বর) দুই দিন সাপ্তাহিক ছুটি।

এ বছর সাধারণ ও নির্বাহী আদেশ মিলিয়ে মোট ২২ দিন ছুটি পেয়েছেন সরকারি চাকরিজীবীরা। এর মধ্যে ৭ দিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার। 

এদিকে টানা তিন দিনের ছুটি পেয়ে অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী খুশি। 

সচিবালয়ের এক কর্মচারী বলেন, “করোনার কারণে অনেক দিন ধরেই সেভাবে কোনো আত্মীয়স্বজনের বাড়িতে বেড়ানো হয় না। সবকিছু খুলে দেওয়ার পরও ছুটি পাইনি। অনেক দিন পর বেশ একটু বড় ছুটি পাওয়া গেল। আগামীকাল বুধবার ছুটি নিলে টানা চার দিন ছুটি পাওয়া যাবে। এই ছুটিতে গ্রামের বাড়ি যশোরে যাব।”

টানা তিন দিনের ছুটির কারণে ইতোমধ্যে বাস, লঞ্চ ও রেল স্টেশনে যাত্রী বেড়েছে। সেই সঙ্গে অনেকে আগেই ঢাকা ছাড়ছেন বলে জানা গেছে।

Link copied!