• ঢাকা
  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৮, ২০২১, ০৬:২৫ পিএম
২৪ ঘণ্টায় আরও ২২৫ জনের মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ২২৫ জনের মৃত্যু হয়েছে। মোট মৃতের সংখ্যা ১৭ হাজার ৮৯৪। একই সময়ে নতুন করে শনাক্ত হয়েছেন ১১ হাজার ৫৭৮ জন। মোট শনাক্তের সংখ্যা ১১ লাখ ৩ হাজার ৯৮৯।

রোববার (১৮ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গত ২৪ ঘণ্টায় মোট ৩৯ হাজার ৮০৬ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে ২৯ দশমিক ০৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ২২৫ জনের মৃত্যুতে মোট মৃত্যু হয়েছে ১৭ হাজার ৮৯৪ জনের। একই সময়ে ১১ হাজার ৫৭৮ জন শনাক্ত হওয়ায় মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১১ লাখ ৩ হাজার ৯৮৯। ঢাকা বিভাগে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৬০ জনের মৃত্যু হয়েছে। ৫৪ জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে এবং চট্টগ্রাম বিভাগে মারা গেছেন ৪০ জন। রাজশাহীতে ২০, বরিশালে ৯, সিলেটে ১৪, রংপুরে ১৪ এবং ময়মনসিংহে ১৪ জন মারা গেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে পুরুষ ১২৩ এবং নারী ১০২ জন। এদের মধ্যে ১৩ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!