করোনা সংক্রমণ উর্দ্ধোগতিতে আগামী ২৩ জুলাই থেকে ৫ আগস্ট সরকার ঘোষিত লকডাউনের সময় গার্মেন্টসসহ দেশের সব শিল্পপ্রতিষ্ঠান বন্ধ থাকবে।
শনিবার (১৭ জুলাই) জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন এই ঘোষণা দেন।
এর আগে ঈদুল আজহা উপলক্ষে ১৫ জুলাই থেকে বিধিনিষেধ শিথিল করেছে সরকার। আগামী ২৩ জুলাই সকাল থেকে আবারও কঠোর লকডাউন শুরু হবে বলে প্রজ্ঞাপন জারি করে সরকার। প্রজ্ঞাপনে শিল্পকারখানা বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে পোশাক কারখানার মালিকরা গার্মেন্টস খোলার রাখার অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে আবারও পূর্বে নির্ধারিত নির্দেশ বহাল রেখে নতুন এই ঘোষণা দেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী আরও জানান, ২৩ জুলাই থেকে লকডাউন কঠোরভাবে কার্যকর করবে সরকার।