• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৮, ২০২১, ০৫:০২ পিএম
১ ও ৪ আগস্ট সব ব্যাংক বন্ধ থাকবে

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ১ আগস্ট (রোববার) ও ৪ আগস্ট (বুধবার) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। 

আজ বুধবার (২৮ জুলাই) নতুন এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। 

এ ছাড়া আগামী সপ্তাহের ২, ৩ ও ৫ আগস্ট এই তিনদিন ব্যাংকের লেনদেনের সময় বাড়ানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের সংক্রমণ বিবেচনায় ১ আগস্ট (রোববার) ও ৪ আগস্ট (বুধবার) দেশের সব ব্যাংক বন্ধ থাকবে। এ ছাড়া সোমবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার ব্যাংকে লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত।

বর্তমানে সরকারের কঠোরতম বিধিনিষেধে ব্যাংকগুলোতে লেনদেন চলছে সকাল ১০টা থেকে বেলা দেড়টা পর্যন্ত। ২৩ জুলাই থেকে শুরু হওয়া কঠোরতম বিধিনিষেধের মধ্যে ঈদের ছুটি শেষে সচল আছে দেশের ব্যাংকগুলো।

করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় সাপ্তাহিক ছুটির বাইরে দুদিন ব্যাংক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বাংলাদেশ ব্যাংকের অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক আনোয়ারুল ইসলাম।

Link copied!