• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

স্ত্রীর সঙ্গে অভিমান, বিষপানে স্বামীর আত্মহত্যা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১, ০৬:৪০ পিএম
স্ত্রীর সঙ্গে অভিমান, বিষপানে স্বামীর আত্মহত্যা

রাজধানীর মুগদা থানার মান্ডা এলাকায় স্ত্রীর সঙ্গে অভিমান করে বিষপান করে মো. আল-আমিন হাওলাদার (২৬) নামে এক রিকশাচালক আত্মহত্যা করেছেন।

বৃহস্পতিবার (১৪ অক্টোবর) বিকেলে তিনি কীটনাশক পান করেন। এরপর অচেতন অবস্থায় আল-আমিনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক বিকেল ৪টায় তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বড় বোন তানিয়া আক্তার বলেন, “আমার ভাই একজন রিকশাচালক। তার ৮ ও ২ বছরের দুটি মেয়ে রয়েছে। ছেলে সন্তান না হওয়ায় স্বামী-স্ত্রী প্রায়ই ঝগড়া করত। গতকাল (বুধবার) একই ঘটনায় ভাইয়ের স্ত্রী আনজু ঝগড়া করে বাপের বাড়ি চলে যায়। সেই অভিমানে আল-আমিন আজ (বৃহস্পতিবার) বিষ খেয়ে আত্মহত্যা করে।”

তানিয়া আক্তার আরও বলেন, “আল-আমিন মান্ডার হিরু মিয়ার গলিতে ভাড়া থাকতো। আমরা তিন ভাই, দুই বোন। সে ছিল দ্বিতীয়। আমাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা থানায়।”

এ বিষয়টি নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”

মুগদা থানাকে বিষয়টি জানানো হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!