রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর এলাকার কুলুটোলায় ছয়তলা একটি ভবন হেলে পড়েছে। ওই ভবন থেকে বাসিন্দাদের সরিয়ে দিয়েছে ফায়ার সার্ভিস।
বৃহস্পতিবার (১৯ আগস্ট) কুলুটোলার ৪৭/২ নং তনুগঞ্জ লেনের ভবনটি আকস্মিক হেলে পড়ে। এ সময় ভবনের বাসিন্দারা দ্রুত ভবন থেকে নেমে যায়। ভবনটিকে সিলগালা করে দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।
ফায়ার সার্ভিসের সদস্যরা জানান, বিকেল সাড়ে ৫টায় খবর পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় ৬ তলায় আটকে থাকা প্যারালাইজড রোগী বাবুল রায়কে উদ্ধার করে নামিয়ে আনেন। এছাড়া বেশ কয়েকজনকে উদ্ধার করে নামিয়ে আনা হয়।
এই ভবনের পূর্ব পাশের চারতলা অপর একটি ভবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে বলে জানান তারা।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ ঘটনাস্থলে এসে ভবনটিকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করে সাইনবোর্ড লাগিয়ে দেয়। রাজউকের চেয়ারম্যান এবং জেলা প্রশাসক দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন।