• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২১, ০৮:১৫ পিএম
সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা আসছে

সিনোফার্মের আরও ৩০ লাখ ডোজ টিকা চীন থেকে দেশে আসছে।

বৃহস্পতিবার (২৯ জুলাই) বিমাবন্দরে কর্মরত স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. শাহরিয়ার সাজ্জাদ এ খবর নিশ্চিত করে জানান, আজ রাতেই বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ফ্লাইটে টিকাগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

শাহরিয়ার সাজ্জাদ বলেন, “রাত সোয়া ১০টা, রাত সোয়া ১টা ও রাত সোয়া ৪টায় টিকা পৌঁছানোর কথা রয়েছে।”

১৭ জুলাই রাতে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে ১০ লাখ ডোজ এবং রাত তিনটায় আরেক ফ্লাইটে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশে বিমানবন্দরে পৌঁছায়।

রোববার (১৮ জুলাই) সকালে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর (এমএনসিঅ্যান্ডএইচ) ডা. মো. শামসুল হক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুটি ফ্লাইটে ২০ লাখ ডোজ টিকা এসেছে। সব মিলিয়ে চীন থেকে সিনোফার্মের ৫১ লাখ ডোজ টিকা এল।

স্বাস্থ্য সেবা বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বিমানবন্দরে টিকা গ্রহণ করেন। এর আগে চলতি মাসের শুরুতেই চীন থেকে ২০ লাখ ডোজ টিকা দেশে পৌঁছায়। চীনের সিনোফার্ম থেকে তিন কোটি ডোজ টিকা কেনার চুক্তি করেছে সরকার। ধাপে ধাপে আসবে এসব টিকা।

Link copied!