অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (৮ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সিআইডির সাবেক ডিআইজি নজরুল ইসলামকে ১৯ সেপ্টেম্বর জিজ্ঞাসাবাদের জন্য দুদকের কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
দুদকের উপপরিচালক আবু বকর সিদ্দিক তাকে তলবি নোটিশ পাঠিয়েছেন।
সাবেক ডিআইজি নজরুল ইসলামের রাজধানীর ধানমন্ডির বাসার ঠিকানায় বুধবার (৮ সেপ্টেম্বর) চিঠিটা পাঠানো হয়েছে বলে দুদক সূত্র নিশ্চিত করেছে।