• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৯ ফাল্গুন ১৪৩০, ১৩ রমজান ১৪৪৬

সারাদেশে ডেঙ্গুরোগী ৩০৩


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৫, ২০২১, ০৯:৩৭ পিএম
সারাদেশে ডেঙ্গুরোগী ৩০৩

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৩০৩। রাজধানীর সরকারি হাসপাতালে ২৯৯ জন এবং বেসরকারি হাসপাতালে চারজন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার (১৫জুলাই) স্বাস্থ্য অধিদফতরের স্বাস্থ্য তথ্য ইউনিটের (এমআইএস) প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

এমআইএসের সহকারী পরিচালক ও হেলথ ইমার্জেন্সি অপারেশন অ্যান্ড কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ডা. কামরুল কিবরিয়া স্বাক্ষরিত ডেঙ্গু সংক্রান্ত প্রতিবেদনে আরও জানা যায়, সর্বশেষ গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশের হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৮১। তাদের মধ্যে রাজধানীতে ৭৯ জন ও ঢাকার বাইরে দুজন ভর্তি হয়েছেন। রাজধানীর বিভিন্ন হাসপাতালে ভর্তি ৭৯ জনের মধ্যে সরকারি হাসপাতালে ১৩ জন ও বেসরকারি হাসপাতালে ৬৬ জন।

এ বছরের ১ জানুয়ারি থেকে ১৫ জুলাই (বৃহস্পতিবার) পর্যন্ত সারাদেশে মোট ৯৯৫ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি হন। ৬৯০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!