• ঢাকা
  • বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪, ৭ কার্তিক ১৪৩১, ১৯ রবিউস সানি ১৪৪৬

‘সরকারের ধারাবাহিকতায় উন্নয়ন সম্ভব হচ্ছে’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২১, ২০২২, ০২:০৭ পিএম
‘সরকারের ধারাবাহিকতায় উন্নয়ন সম্ভব হচ্ছে’
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, “জনগণের ভোটে নির্বাচিত সরকারের ধারাবাহিকতা বজায় রয়েছে বলেই দেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব হচ্ছে।”

বৃহস্পতিবার (২১ এপ্রিল) ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী।

গবেষণার মাধ্যমে উচ্চ ফলনশীল শস্য ও খাদ্য উৎপাদন করা হচ্ছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “চতুর্থ শিল্প বিপ্লবের জন্য দক্ষ জনশক্তি গড়ে তোলা হচ্ছে। বর্তমান সরকার কৃষি ও খাদ্য পণ্য উৎপাদনে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এই পণ্যগুলো রপ্তানির উদ্যোগও গ্রহণ করা হচ্ছে।”

শেখ হাসিনা আশা প্রকাশ করে বলেন, “২০৪১ সালের মধ্যে বাংলাদেশ উন্নত-সমৃদ্ধ দেশ হবে। আমরা ডেল্টা প্ল্যান করেছি। উন্নয়নের ধারাকে অব্যাহত রেখে প্রজন্মের পর প্রজন্ম যেন উন্নত জীবন পায়, সেদিকে লক্ষ্য রেখে কাজ করে যাচ্ছি।”

ঘোড়াশাল পলাশ ইউরিয়া ফার্টিলাইজার প্রকল্পের নতুন সার কারখানাটি ২০২৩ সালের ডিসেম্বরে উৎপাদনে আসবে বলে জানানো হয়েছে। আর এই কারখানা থেকে বছরে সোয়া ৯ লাখ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হবে।

Link copied!