• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সংলাপে অংশ নেওয়া দলগুলোর মনোভাব ইতিবাচক’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ২০, ২০২২, ০৩:১৭ পিএম
‘সংলাপে অংশ নেওয়া দলগুলোর মনোভাব ইতিবাচক’

সংলাপে অংশ নেওয়া দলগুলোর মনোভাব ইতিবাচক বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

তিনি বলেছেন, “এ পর্যন্ত যতগুলো পার্টি সংলাপে অংশ নিয়েছে, তাদের সবার মনোভাব ইতিবাচক। ভালো নির্বাচন যাতে হয়, ভোটাররা তাদের ভোটাধিকার যেন প্রয়োগ করতে পারেন, এই বিষয়টি নিশ্চিত করতে বলেছেন তারা। আমরাও বলেছি সত্যিকার অর্থে এটিই আমাদের একমাত্র দায়িত্ব যে, প্রত্যেকটা ভোটার যেন ভোট কেন্দ্রে গিয়ে তার ভোটাধিকার প্রয়োগ করতে পারেন।”

বুধবার (২০ জুলাই) নির্বাচন ভবনে গণতন্ত্রী পার্টির সঙ্গে সংলাপ শেষে তিনি এসব কথা বলেন।

নির্বাচনে সবার সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে কাজী হাবিবুল আউয়াল বলেন, “প্রতিটি দলই বলেছে তারা ঐক্যমতে বিশ্বাস করে। ঐক্যমত তো হতেও পারে, নাও হতে পারে। কিন্তু আমরা বলেছি আমরা আমাদের প্রয়াস অব্যাহত রাখব।”

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “ইসির প্রতি অনাস্থা সবসময় আছে বা নাই, দু’টি জিনিস। আপনারা তো পেপারেই দেখছেন একটা দলের হয়ত অনাস্থা আছে। তাদের জন্য আমরা অপেক্ষা করব।”

সিইসি আরও বলেন, “আমরা রাজনৈতিক দলগুলোকে বলেছি আপনারা ঐক্যের চেষ্টা করুন এবং ঐক্য হলে আমরা আনন্দিত হব। আইনকানুন এবং সংবিধান অনুযায়ী দায়িত্ব পালন করার যে দায়িত্ব আমরা নিয়েছি, সেই দায়িত্বটা পালন করে যাব।”

Link copied!