• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

‘সংকট মোকাবিলায় ডলার সংগ্রহে নেমেছে সরকার’


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৮, ২০২২, ০৭:৪৪ পিএম
‘সংকট মোকাবিলায় ডলার সংগ্রহে নেমেছে সরকার’

সরকার দেশের অর্থনীতির সংকট মোকাবিলায় এক বিলিয়ন ডলার সংগ্রহে নেমেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, “রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে সৃষ্ট বৈশ্বিক অর্থনৈতিক সঙ্কটসহ ভবিষ্যৎতে জরুরি পরিস্থিতি মোকাবিলায় সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ১ বিলিয়ন মার্কিন ডলার ‘বাজেট সাপোর্ট’ সংগ্রহের প্রক্রিয়া শুরু হয়েছে।”

বুধবার (৮ জুন) জাতীয় সংসদে জামালপুর-৫ আসনের সদস্য মোজাফ্‌ফর হোসেনের এক প্রশ্নের উত্তরে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

আগামী অর্থবছরে বাজেট সহায়তা হিসেবে ৫০০ মিলিয়ন ডলার সংগ্রহের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সারাদেশে এখন পর্যন্ত ৩৫ লাখ ৫২ হাজার ৩৪০ জন গৃহহীন পুনর্বাসিত হয়েছে। পর্যায়ক্রমে গৃহ নির্মাণের মাধ্যমে দেশের সব ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসন করা হবে। কোথাও উপযুক্ত খাস জমি পাওয়া না গেলে জমি কিনে হলেও ভূমিহীন-গৃহহীন-ছিন্নমূল মানুষকে পুনর্বাসন করা হচ্ছে।

পুনর্বাসনের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমান সরকার দেশের মানুষের ‘মাথা গোঁজার ঠাই নাই’ এ কথাটি চিরতরে বিলুপ্তের জন্য বদ্ধ পরিকর। পুনর্বাসিত পরিবার ও তাদের ভবিষ্যত প্রজন্মকে মানবসম্পদে রূপান্তরের মাধ্যমে বাংলাদেশকে সামগ্রিকভাবে আরও সমৃদ্ধ করা হচ্ছে।”

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, “বর্তমানে দেশের ৪৩টি জেলায় রেলওয়ে নেটওয়ার্কের আওতায় রয়েছে। রেলওয়ের যেসব প্রকল্প চলমান আছে তা বাস্তবায়িত হলে আরও ১৯টি জেলা রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে। আর ৩০ বছরব্যাপী মাস্টার প্লান শেষ হলে বাকি চার জেলাও রেলওয়ে নেটওয়ার্কের আওতায় আসবে।”

Link copied!