উত্তরাঞ্চল ও পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া শৈত্যপ্রবাহ এখন আর নেই বললে চলে, তাই তাপমাত্রা কিছুটা বেড়েছে। তবে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাতে তাপমাত্রা কিছুটা কমতে পারে। বিভাগীয় শহরগুলোর মধ্যে সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে।
আবহাওয়া অধিদফতর বিষয়টি নিশ্চিত করেছে।
আবহাওয়া অধিদফতর সূত্রে জানায়, পশ্চিমবঙ্গ ও আশেপাশের এলাকায় অবস্থান করছে উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আজ রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।
পঞ্চগড়ের তেতুলিয়ায় বৃহস্পতিবার দেশের সবনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। বিভাগীয় শহরগুলোর মধ্যে ঢাকায় ১৫ দশমিক ১, ময়মনসিংহে ১৩ দশমিক ৫, চট্টগ্রামে ১৪ দশমিক ৭, সিলেটে ১৪ দশমিক ২, রাজশাহীতে ১১ দশমিক ৮, রংপুরে ১২ দশমিক ৮, খুলনায় ১৪ দশমিক ৫ এবং বরিশালে ১২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।