রোববার থেকে শুরু বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২১, ১১:৩৩ এএম
রোববার থেকে শুরু বাংলাদেশ-ভারত ফ্লাইট চলাচল

বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল রোববার (৫ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে।

শনিবার (৪ সেপ্টেম্বর) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

এর আগে শুক্রবার (৩ সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ বিমানও এক বিজ্ঞপ্তিতে ভারতে ফ্লাইট পরিচালনার নতুন সূচির কথা জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৫ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা শুরু করছে বিমান। ৭ সেপ্টেম্বর থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে দুই দিন (মঙ্গলবার ও বৃহস্পতিবার) ফ্লাইট পরিচালনা করবে। পাশাপাশি ৮ সেপ্টেম্বর থেকে ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে দুই দিন (রোববার ও বুধবার) বিমানের ফ্লাইট পরিচালনা করা হবে।

দেশের বিভিন্ন বিমান সংস্থা ভারতের সঙ্গে ফ্লাইট চালুর প্রস্তুতি নিয়েছে। বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এক সংবাদ বিজ্ঞপ্তিতে ঢাকা-চেন্নাই-ঢাকা গন্তব্যে ৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট শুরুর কথা জানায়।

গত ২৮ আগস্ট ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দেওয়া এক চিঠিতে ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চলাচলের প্রস্তাব দেওয়া হয়। সেই অনুযায়ী ৪ সেপ্টেম্বর ফ্লাইট চলাচল শুরু হতে পারে বলে জানায় বেবিচক।

বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমানের স্বাক্ষর করা ওই চিঠিতে বলা হয়, ভারতীয় কর্তৃপক্ষের কাছ থেকে গত ২৮ আগস্ট দেওয়া চিঠি তারা পেয়েছেন। সেটির পরিপ্রেক্ষিতে এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে ৪ সেপ্টেম্বর ফ্লাইট চলাচল আবার শুরু হতে পারে। পরে দুই দেশের মধ্যে নিয়মিত ফ্লাইট চলাচল শুরু না হওয়া পর্যন্ত এভাবে ফ্লাইট চলাচল করবে।

Link copied!