একাদশ জাতীয় সংসদের ১৪তম অধিবেশন বুধবার (১ সেপ্টেম্বর) থেকে শুরু হচ্ছে। বিকেল ৫টায় ঢাকার শেরেবাংলা নগরে অবস্থিত জাতীয় সংসদ ভবনের সংসদ কক্ষে এ অধিবেশন শুরু হবে।
গত ১৬ আগস্ট সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এ অধিবেশন আহ্বান করেন। ৬০ দিনের সাংবিধানিক বাধ্যবাধকতা পূরণে এ অধিবেশন আহ্বান করা হয়। এটি চলতি বছরের চতুর্থ অধিবেশন। অধিবেশনে সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।
সংসদ সচিবালয় সূত্র জানায়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাস হবে। সংসদের এ অধিবেশন সংক্ষিপ্তভাবেই শেষ হবে। সর্বোচ্চ চার থেকে পাঁচ কার্যদিবসে অধিবেশন শেষ হতে পারে। প্রথম দিন বিকেল ৫টায়, দ্বিতীয় দিন সকাল ১১টায়, তৃতীয় দিন বিকেল সাড়ে ৪ টায় এবং শেষ দিন সকাল ১১টায় সংসদের বৈঠক শুরু হবে। নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
সংবিধান অনুযায়ী, এক অধিবেশন শেষ হওয়ার পরবর্তী ৬০ দিনের মধ্যে সংসদের পরবর্তী অধিবেশন বসতে হবে।