• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিশুদের কান ধরে ওঠবস করানোয় ৪ পুলিশ প্রত্যাহার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ৬, ২০২২, ০৯:১৩ পিএম
শিশুদের কান ধরে ওঠবস করানোয় ৪ পুলিশ প্রত্যাহার
ছবি: সংগৃহীত

রাজধানীর কলাবাগানের তেঁতুলতলা মাঠে খেলতে যাওয়া শিশুদের কান ধরে ওঠ-বস করানো ও ভিডিও করার অভিযোগে চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

প্রত্যাহার হওয়া পুলিশদের একজন হলেন কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) নয়ন সাহা। বাকি তিন জন কনস্টেবল। তবে তাদের নাম এখনো জানা যায়নি। বর্তমানে তাদের রাজারবাগ পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

রোববার (৬ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

ডিসি বলেন, এ ঘটনায় চার সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। ধানমন্ডি জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) এহসানুল ফেরদৌসকে কমিটির প্রধান করা হয়েছে। কমিটি আগামী চার কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে।

এর আগে কলাবাগানের স্থানীয় তেঁতুলতলা মাঠে খেলতে চাওয়া শিশুদের প্রকাশ্যে কান ধরে ওঠবস করানো হয়। কাঁটাতারের বেড়া দেওয়ার পর সাইনবোর্ড টাঙিয়ে ভবন নির্মাণের ঘোষণা দিয়েছে থানা কর্তৃপক্ষ। ৫০ বছরের পুরানো এই খেলার মাঠ এখন ফেরত চান স্থানীয়রা। গত ৩১ জানুয়ারি মাঠ দখলের পর সেখানে দিনের বেলায় প্রতিবাদ করে কিছু শিশু-কিশোর। পুলিশের নির্দেশ সত্ত্বেও তারা ওই দিন খেলা থামায়নি। পরে রাতের অন্ধকারে তাদের ধরে আনে পুলিশ। প্রকাশ্যে ৩-৪ জনকে কান ধরিয়ে ওঠবস করায় অভিযুক্তরা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!