• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৫, ২০২১, ০৬:৫৩ পিএম
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউনিসেফ

প্রায় দেড় বছর পর সরকারের স্কুল-কলেজ খুলে দেয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ)।

রোববার (৫ সেপ্টেম্বর) ইউনিসেফের বাংলাদেশ প্রতিনিধি টোমো হোজুমি এক বার্তায় বলেন, ‘‘বাংলাদেশ সরকারের স্কুল খুলে দেয়ার সিদ্ধান্তকে আন্তরিকভাবে স্বাগত জানিয়েছে ইউনিসেফ। 

সেইসঙ্গে অন্যান্য উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমরা নিরাপদভাবে স্কুল খোলা রাখার জন্য সরকারের সঙ্গে কাজ চালিয়ে যাবো।

এর আগে ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্তের পর ১৮ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। 

সর্বশেষ ছুটি আগামী ১১ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়। করোনা সংক্রমণের হার কমে আসায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এর আগে ২৬ আগস্ট একটি যৌথ সভা হয়।

এর আগে আগামী ১২ সেপ্টেম্বর থেকে স্কুল-কলেজে সশরীরে ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

রোববার (৫ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ তথ্য জানান শিক্ষামন্ত্রী।

Link copied!