• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২, ২০২২, ০৬:২১ পিএম
রোজার আগে ভোজ্যতেলের দাম বাড়বে না : বাণিজ্যমন্ত্রী
ছবি: সংগৃহীত

রমজানের আগে ভোজ্যতেলের দাম বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, “আগামী ৩১ মে থেকে সয়াবিন এবং ৩১ ডিসেম্বর থেকে পামওয়েল খোলাভাবে বিক্রি করা যাবে না, বিক্রি করতে হবে বোতলে।

বুধবার (২ মার্চ) বিকেলে সচিবালয়ে এক সভা শেষে সংবাদ সম্মেলনে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন।

বাণিজ্যমন্ত্রী বলেন, “রোজার আগে দেশের বাজারে ভোজ্যতেলের দাম বাড়ানো হবে না। আরেক দফা তেলের দাম বাড়াতে ব্যবসায়ীদের দাবি সত্ত্বেও সরকার শক্ত অবস্থানে রয়েছে।”

মন্ত্রী বলেন, ‍“অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সরকারের হাত থেকে কারও হাত বড় নয়। আমরা বসতে চাই, সুবিধা দিতে চাই। কিন্তু তাই বলে এমন না তারা সুযোগ নেবেন। কিছুদিন আগে তারা এসেছিলেন তেলের দাম বাড়ানোর বিষয়ে। আমরা পরিষ্কার বলে দিয়েছি- সম্ভব নয়। আমরা দেখতে চাই এবং কোথাও সুযোগ নিতে দেব না।”

এ সময় টিপু মুনশি গণমাধ্যমকে উদ্দেশ্য করে বলেন, “আমাদের প্রশ্ন করেই শেষ করবেন না, আপনারা বাজারেও ঢুকে পড়েন। আপনারা কথা বলেন, স্ক্রল, পেপারে লেখেন। নির্দিষ্ট করে বলেন, এটার বেশি দাম দেবেন না, সচেতন হোন।”

Link copied!