• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১, ০৮:৩৫ পিএম
রাজধানীর যেসব এলাকায় গ্যাস থাকবে না

গ্যাসের পাইপলাইন ক্ষতিগ্রস্ত হওয়ায় রাজধানীর বনানী-মহাখালী এলাকায় গ্যাস সরবরাহ বিঘ্নিত হয়েছে। 

সোমবার (৩০ আগস্ট) সকাল থেকে এমন অবস্থা চলছে।মধ্যরাত পর্যন্ত এই দুই এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস জানায়, সকালে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজের সময় তিতাসের আট ইঞ্চি ব্যাসের একটি পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়। এতে মহাখালী, বনানী এবং আশপাশের এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করছে।

তিতাসের জনসংযোগ শাখার কর্মকর্তা মির্জা মাহবুব হোসেন জানায়, কিছু এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। এখন এই পাইপলাইন সংস্কারকাজ চলছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে মধ্যরাত পর্যন্ত সময় লাগতে পারে।

Link copied!