• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২২, ১০:১৮ এএম
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত

রাজধানীর আজিমপুরে নির্মাণাধীন ২০ তলা ভবনের ১০ তলা থেকে লিফটের ফাঁকা জায়গা দিয়ে চারজন শ্রমিক নিচে পড়ে যান। এ ঘটনায়  শ্রমিক মো. নাজমুল (২৫) নিহত হয়েছেন।

শুক্রবার (২২ এপ্রিল) রাতে  আনুমানিক সাড়ে ৯টার দিকে আজিমপুর ভিকারুননিসা স্কুলের সামনের সরকারি ভবনে ঘটনাটি ঘটে। নিহতের গ্রামের বাড়ি নওগাঁ জেলার তানোর গ্রামে। তিনি আব্দুল হান্নানের ছেলে।

ঘটনার পর ভবনের ইলেকট্রিশিয়ান মো. কাজল জানান, রাতে পাঁচজন শ্রমিক লিফটের ১০ তলায় প্লেনশিটের ওপরে দাঁড়িয়ে ময়লা পরিষ্কার করছিলেন। এ সময় ময়লার ভারে চার শ্রমিক নিচে পড়ে যান। এতে আরিফুল গুরুতর আহত হলেও নাজমুলকে খুঁজে পাওয়া যায়নি। আর বাকি দুজন সামান্য আহত হয়েছেন।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন জানান, নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে কাজ করেছে।

লালবাগ থানার উপপরিদর্শক (এসআই) নতুন মিয়া বলেন, রাত ১২টা ৪০ মিনিটে নিখোঁজ নাজমুলের মরদেহ উদ্ধার করা হয়।

ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে বলে জানান পুলিশের উপপরিদর্শক নতুন মিয়া। 

Link copied!