তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানীং যে বক্তব্য দিচ্ছেন, এতে সত্যিই আমার মনে হচ্ছে, তার একটু স্বাস্থ্য পরীক্ষা করা প্রয়োজন।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উদ্যোগে শোক দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে না— মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে হাছান মাহমুদ বলেন, “এতে মনে হচ্ছে, তিনি এমন হতাশায় নিমজ্জিত যে এখন আবোল-তাবোল বলা শুরু করেছেন। যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, তার বিরুদ্ধে কথা বলছেন। দুই পাশে জঙ্গিদের বসিয়ে, তাদের সঙ্গে মিটিং করে বলেন, আওয়ামী লীগ চেতনা ধারণ করে না। আমার প্রশ্ন হচ্ছে, তাঁরা কোন চেতনা ধারণ করেন?”
তথ্যমন্ত্রী আরো বলেন, “ভুয়া মুক্তিযোদ্ধাদের সমাবেশে গিয়ে তিনি এসব কথা বলেন। এতে তার (ফখরুল) মানসিক সুস্থতা নিয়ে আমার মনে প্রশ্ন দেখা দিয়েছে। এটা ড্যাবের ডাক্তাররা পরীক্ষা করে দেখতে পারেন।”
হাছান মাহমুদ বলেন, “দেশকে পুনর্গঠিত করে যখন সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, তখনই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। যারা দেশ চায়নি, পাকিস্তানি অপশক্তি, যারা পাকিস্তানের হয়ে লড়েছে, তাদের যৌথ সহযোগিতায় বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে।”