• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ভবন থেকে ফেলা নবজাতকটি মারা গেছে


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২১, ০১:১৭ পিএম
ভবন থেকে ফেলা নবজাতকটি মারা গেছে
প্রতীকী ছবি

রাজধানীর ওয়ারী হেয়ার স্ট্রিট এলাকার একটি ভবন থেকে ফেলে দেওয়া নবজাতকটি চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

শনিবার (২৭ নভেম্বর) সকাল ৭ টার দিকে নবজাতকটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়।

নবজাতককে উদ্ধারকারীদের একজন অপূর্ব রবি দাস বলেন, শুক্রবার তারা কয়েক বন্ধু মিলে হেয়ার স্ট্রিট এলাকায় রাস্তার পাশে বসে মুঠোফোনে গেমস খেলছিলেন। এর পাশে একটি ১০ তলা ভবন রয়েছে। ভবনটির উল্টো দিকে একতলা টিনশেডের একটি বাড়ি আছে। রাত সাড়ে ১১টার দিকে তারা যখন সেখানে গেম খেলছিলেন, তখন ওই টিনের চাল থেকে একটি বিকট শব্দ আসে।

অপূর্ব রবি দাস আরো বলেন, “টিনের চালে হওয়া শব্দ শুনে আশপাশের লোকজন জড়ো হন। পরে সেখানে গিয়ে তারা নবজাতকটিকে দেখতে পান। এ সময় কোনো অভিভাবক না আসায় স্থানীয় লোকজনের পরামর্শে নবজাতককে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়।”

মেয়ে নবজাতকটির মৃত্যুর খবর গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া। 

বাচ্চু মিয়া বলেন, “মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাতে ওই নবজাতককে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।”

Link copied!