• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় ১৫ বন্ধু গ্রেপ্তার


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৬, ২০২২, ১২:১৬ পিএম
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় ১৫ বন্ধু গ্রেপ্তার

ঢাকার দোহারের মৈনট ঘাটে পদ্মা নদীতে ডুবে বুয়েট ছাত্র তারিকুজ্জামান সানির (২৫) মৃত্যুর ঘটনায় ১৫ বন্ধুকে আটকের পর গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ।

শুক্রবার (১৬ জুলাই) রাতে দোহার থানায় নিহতের পরিবার মামলা করার পর তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, তারিকুজ্জামান সানি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) স্থাপত্য বিভাগের ছাত্র ছিলেন। তিনি শরীয়তপুরের জাজিরা থানার বাসিন্দা হারুন-উর-রশিদের ছেলে।

এ বিষয়ে দোহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বলেন, বৃহস্পতিবার (১৪ জুলাই) সানিসহ ১৬ জন বন্ধু মিলে বিকেলে মৈনটের পদ্মাপাড়ে ঘুরতে যান। সেখানে একটি ড্রেজার মেশিনের ওপরে দাঁড়িয়ে সেলফি তুলতে গিয়ে পা পিছলে পড়ে যান তিনি। পরবর্তী সময়ে দোহার ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দল শুক্রবার সকাল সাড়ে ১১টায় মৈনট ঘাট থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে।

মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

Link copied!