• ঢাকা
  • রবিবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১, ৩ রবিউল আউয়াল ১৪৪৫

বিমানবন্দরে পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২১, ০২:৩৫ পিএম
বিমানবন্দরে পিসিআর পরীক্ষা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‌্যাপিড পিসিআর টেস্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।  

সোমবার (৬ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এই নির্দেশনা দেওয়া হয়।

খন্দকার আনোয়ারুল ইসলাম বলেন, ‘‘ফ্লাইয়ের ৮ ঘণ্টার মধ্যে পিসিআর টেস্ট করতে হবে। বেশ কয়েকটি দেশ থেকেই এ রকম শর্ত দিয়েছে, সে জন্য গত কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। আজকে এটা প্রিসাইজ করে দেওয়া হয়েছে, ভেরি কুইকলি দুই বা তিন দিনের মধ্যে বিমানবন্দরে একটা টেস্টিং ফ্যাসিলিটিজ করা। অন্যান্য দেশেও যে রকম আছে। যাতে ফ্লাই করার চার ঘণ্টার মধ্যে ওনারা টেস্ট করতে পারেন।’

এটা কি পিসিআর টেস্ট? জানতে চাইলে তিনি বলেন, ‘পিসিআর টেস্ট।’

কবে থেকে চালু হবে? সাংবাদিকরা জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আজকেই নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে, যত কুইকলি পারে।’

তিনি আরও বলেন, ‘সিভিল এভিয়েশন বলছে, ৪ ঘণ্টার মধ্যে, কেউ বলছে ৬ ঘণ্টার মধ্যে এ টেস্টের রেজাল্ট পাওয়া যাবে।’

Link copied!