• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমানবন্দরে চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফ্লাইট


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ১১:৪৬ এএম
বিমানবন্দরে চালু হচ্ছে ২৪ ঘণ্টার ফ্লাইট

আগামী মে মাসে রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইট চালানোর সিদ্ধান্ত নিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। 

সোমবার (১৮ এপ্রিল) বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান জানান, ২০২২ সালের জুনের মধ্যে ট্যাক্সিওয়ের কাজ শেষ করে জুন মাসের মধ্যেই ২৪ ঘণ্টার ফ্লাইট চালুর কথা ছিল। তবে আগেই বিমানবন্দরের থার্ড টার্মিনালের নির্মাণকাজ শেষ হচ্ছে। তাই আগামী মে মাসের প্রথম সপ্তাহ থেকে রানওয়ে ব্যবহার করা যাবে।

বেবিচকের এই কর্মকর্তা আরও জানায়, বিমানবন্দরের থার্ড টার্মিনাল নির্মাণকাজের অংশ হিসেবে হাই স্পিড কানেক্টিং ট্যাক্সিওয়ে নির্মাণ ও লাইটিংয়ের কাজ চলমান থাকায় ২০২১ সালের ১০ ডিসেম্বর থেকে ১০ জুন পর্যন্ত রাতে ৮ ঘণ্টা উড়োজাহাজ ওঠানামা বন্ধ রাখা হয়। বিমান ওঠানামার সময়সূচি পরিবর্তন করে সব ফ্লাইট দিনে পরিচালনা করা হয়।

এদিকে ফ্লাইটের চাপে বিমানবন্দরের ট্রলিসংকট, চেক ইন কাউন্টারে ভিড়, বোর্ডিং ব্রিজ, ইমিগ্রেশনে জটসহ বিমানবন্দরের সব কাজে ভোগান্তিতে পড়তে হয় যাত্রীদের। বিমানবন্দরে ২৪ ঘণ্টা ফ্লাইটের ওঠানামা চালু হওয়ায় যাত্রীদের এই ভোগান্তি কমবে বলে জানান বেবিচকের এই কর্মকর্তা।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!