• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিমান নিয়ে শিশুদের এভিয়েশন চ্যালেঞ্জ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ২৭, ২০২২, ০৯:০১ পিএম
বিমান নিয়ে শিশুদের এভিয়েশন চ্যালেঞ্জ

বিমান নিয়ে শিশুদের যেনো কৌতুহলের শেষ নেই! বিমান কীভাবে আকাশে ওড়ে, পাইলট কীভাবে বিমান ওড়ায়, বিমানের ইঞ্জিনসহ নানা বিষয় নিয়ে শিশুদের আগ্রহ। তারা জানতে চায় এভিয়েশন প্রযুক্তি ও ইঞ্জিনিয়ারিং সম্পর্কে। স্কুলপড়ুয়া কৌতুহলী শিশুদের এভিয়েশন সম্পর্কে জানাতে এগিয়ে এসেছে বাংলাদেশ ইনোভেশন ফোরাম।

সংগঠনটি বিজ্ঞান, তথ্যপ্রযুক্তি ও উদ্ভাবন নিয়ে কাজ করে। শিশুদের মেধা বিকাশের জন্য এভিয়েশন চ্যালেঞ্জ নেওয়া হয়।

শনিবার (২৭ আগস্ট) ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ ক্যাম্পাসে এই ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ৪ থেকে ১২ বছর বয়সী প্রায় ৬৪ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে ১৪টি টিম নিয়ে।

বাংলাদেশ ইনোভেশন ফোরামের প্রেসিডেন্ট আরিফুল হাসান অপু বলেন, “মূলত বাচ্চাদের মাঝে বিভিন্ন মজার মজার প্রজেক্ট ও খেলার ছলে বিজ্ঞানকে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। এর মাধ্যমে তাদের সায়েন্স, টেকনলোজি, ইঞ্জিনিয়ারিং এবং ম্যাথম্যাটিকস, প্রবলেম সলভিং মেথড, টিম ওয়ার্ক ইত্যাদি হাতে কলমে শিখানো হয়।”

Link copied!