• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সীতাকুণ্ড ট্রাজেডি

বিচারবিভাগীয় তদন্ত কমিটি চায় জাতীয় পার্টি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুন ৫, ২০২২, ০৩:৫৫ পিএম
বিচারবিভাগীয় তদন্ত কমিটি চায় জাতীয় পার্টি

চট্টগ্রামের সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব্যাপক নিহত ও হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের।

রোববার (৫ জুন) দুপুরে এক বিবৃতিতে নিহতদের বিদেহী আত্মার শান্তি কামনা ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান কাদের। এছাড়া আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।

বিবৃতিতে কাদের বলেন, “এমন ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতি অবাক ও হতবাক। এর ভয়াবহতায় বিশ্ব বাণিজ্যে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। কনটেইনার রক্ষণাবেক্ষণ বা সংরক্ষণে কোনো গাফেলতি আছে কিনা তা খতিয়ে দেখতে হবে। দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। অগ্নি দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে বিচারবিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে। পাশাপাশি অগ্নি প্রতিরোধে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে হবে।”

তিনি আরও বলেন, “অগ্নিকাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে যৌক্তিক ক্ষতিপূরণ দিতে হবে। এছাড়া আহতদের সু-চিকিৎসা নিশ্চিত করতে হবে।”

অপরদিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন দলটির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!