• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

বিএনপির বিজয় র‌্যালি শুরু


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৯, ২০২১, ০২:৫৩ পিএম
বিএনপির বিজয় র‌্যালি শুরু
ছবি: সংবাদ প্রকাশ

মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের পর এবার বিজয় র‌্যালি করছে বিএনপি। এতে অংশ নিয়েছেন দলটির বিপুল সংখ্যক নেতাকর্মী।

রোববার (১৯ ডিসেম্বর) দুপুর আড়াইটায় রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপির বিজয় র‌্যালি শুরু হয়।

এদিন সকাল থেকেই ঢাকা মহানগরীর বিভিন্ন প্রান্ত থেকে ব্যানার ও ফেস্টুন নিয়ে দলীয় কার্যালয়ের সামনে জড়ো হন বিপুল সংখ্যক নেতাকর্মী।

এর আগে র‌্যালিকে কেন্দ্র করে সকাল থেকে দলটির নেতাকর্মীরা বিভিন্ন ব্যানার ফেস্টুন নিয়ে নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকেন। এক পর্যায়ে ওই এলাকায় লোকে লোকারণ্য হয়ে যায়। এ সময় দুপাশের রাস্তার যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিকে র‌্যালিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে ট্রাকে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়। সেখানে আছেন কেন্দ্রীয় ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বেলা ১২টায় কাকরাইলের নাইটিঙ্গেল থেকে ফকিরেরপুল সড়কের দুই পাশে হাজার হাজার নেতাকর্মীদের অবস্থানের ফলে রাস্তা বন্ধ হয়ে যায়। বেলা সাড়ে ১২ নাগাদ দুই পাশের রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এ সময় ছাত্রদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।

তবে বিএনপি থেকে জানানো হয়, তাদের এই বিজয় র‌্যালি নয়াপল্টন থেকে শুরু হয়ে শান্তিনগর মোড়ে শেষ হবে।

এদিকে বিএনপির এই র‌্যালিকে কেন্দ্র করে সকাল থেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিভিন্ন পয়েন্টে সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে।

Link copied!