• ঢাকা
  • বুধবার, ১২ মার্চ, ২০২৫, ২৭ ফাল্গুন ১৪৩০, ১১ রমজান ১৪৪৬

বনশ্রীতে মাথায় ক্রেন পড়ে শ্রমিক নিহত


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ১৮, ২০২২, ০১:৪৬ পিএম
বনশ্রীতে মাথায় ক্রেন পড়ে শ্রমিক নিহত

রাজধানীর রামপুরার বনশ্রী এলাকায় নির্মাণাধীন ভবনের ওপর থেকে ক্রেন ভেঙে মাথায় পড়লে মো. নুর আলম (৪৫) নামের এক শ্রমিক নিহত হন।

সোমবার (১৮ এপ্রিল) সকাল ১০টায় এ ঘটনা ঘটে। নিহত নুর আলমের গ্রামের বাড়ি বাগেরহাটের শরণখোলা এলাকায়। তার দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনি রাজধানীর খিলগাঁও থানার ভূঁইয়াপাড়া এলাকায় থাকতেন। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার শরণখোলা থানা এলাকায়।

নিহতদের সহকর্মীরা জানান, নুর আলম ওই নির্মাণাধীন ভবনের সিমেন্টের মিক্সার মেশিনে কাজ করছিলেন। হঠাৎ ক্রেন ভেঙে তার মাথার ওপরে পড়ে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Link copied!