১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারবর্গকে হত্যা প্রসঙ্গে আইনমন্ত্রী আনিসুল হক বলেন, “এটা দিনের আলোর মতো সত্য, জিয়াউর রহমান এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।”
বৃহস্পতিবার (১২ আগস্ট) রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, “এখন আপনারা জিজ্ঞাসা করতে পারেন তাহলে যখন এ মামলার তদন্ত হয়, তখন তাকে (জিয়া) আসামি করা হয়নি কেন? আপনারা জানেন, জিয়াউর রহমান ১৯৮১ সালে তারই লোকদের মারফত হত্যাকৃত হয়েছে। যেহেতু তিনি মৃত, তাকে আসামি করার সুযোগ নাই। আমাদের আইনে মরণোত্তর সাজা দেওয়ার কোনো বিধান নাই। সে জন্য আইনের বাইরে গিয়ে শুধু তামাশা করার জন্য একজনকে সাজা দিব না।”
আনিসুল হক বলেন, “এই হত্যাকাণ্ডে জিয়াউর রহমান জড়িত থাকার যে সাক্ষ্য-প্রমাণ, গঠিত কমিশনের মাধ্যমে ইনশাআল্লাহ জনসম্মুখে আমরা উপস্থাপন করবো।”
আইনমন্ত্রী আরো বলেন, “জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের খুনের দায়ে যারা সর্বোচ্চ আদালত থেকে সাজাপ্রাপ্ত, যাদের ব্যাপারে এখনো এই রায় কার্যকর করা যায়নি তারা পলাতক থাকার কারণে এবং দুজন দুটি দেশে থাকার কারণে, তাদের ফিরিয়ে এনে এই রায় কার্যকর করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।”
আনিসুল হক বলেন, “শুধু সরকার নয়, আওয়ামী লীগ যতক্ষণ থাকবে, আমার মনে হয় বাংলাদেশে বঙ্গবন্ধুর অনুসারী একজন থাকলেও এই হত্যাকারীদের ফিরিয়ে এনে রায় কার্যকর করা হবে। সেই ক্ষেত্রে তাদেরকে ফিরিয়ে আনার জন্য আমাদের যে চলমান প্রক্রিয়া, সেটা অব্যাহত আছে। এই চলমান প্রক্রিয়ার ব্যাপারে যদি বিশদ কিছু বলতে যাই, তাহলে চলমান প্রক্রিয়া ব্যাঘাতপ্রাপ্ত হবে।”