• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
ঈদযাত্রা

প্রথম দিনেই বিলম্বের বিড়ম্বনা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২২, ১২:৩২ পিএম
প্রথম দিনেই বিলম্বের বিড়ম্বনা

বুধবার থেকে ট্রেনে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে ঈদযাত্রা। এদিন সকাল ৬টার ২০ মিনিটের দিকে রাজধানীর কমলাপুর স্টেশন থেকে ঈদযাত্রার প্রথম ট্রেনটি ছাড়ে।

তবে ঈদযাত্রার শুরুতেই বিলম্বের বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা। এদিন সকাল ৬টায় রাজশাহীগামী আন্তঃনগর ধূমকেতু এক্সপ্রেস ছাড়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময় যাত্রা শুরু করতে পারেনি ট্রেনটি। ধূমকেতু এক্সপ্রেসের দেরির কারণে সকাল ৬টার ২০ মিনিটে কমলাপুর স্টেশন ছেড়ে যায় সিলেটগামী পারাবত এক্সপ্রেস।

অন্যদিকে ধূমকেতু এক্সপ্রেস ৫৫ মিনিট দেরি করে ৬.৫৫ মিনিটে ছেড়ে যায়। এছাড়া খুলনগামী সুন্দরবন এক্সপ্রেস নির্ধারিত সময় সকাল সোয়া ৮টার বদলে ৮টা ৪৭ মিনিটে রাজধানী ছাড়ে।

রংপুর অভিমুখী রংপুর এক্সপ্রেস সকাল ৯টা ১০ মিনিটে কমলাপুর স্টেশন ছাড়ার কথা ছিল। তবে রংপুর এক্সপ্রেস ১ ঘণ্টা ২০ মিনিট বিলম্ব করে কমলাপুর স্টেশন ছাড়ে সকাল ১০টা ৩০ মিনিটে।

ঈদযাত্রার শুরুতেই শিডিউল বিপর্যয়ে বিড়ম্বনায় পড়েছেনর যাত্রীরা। তীব্র গরমে ভোগান্তি বাড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।

অবশ্য দিনের অন্যান্য ট্রেন চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী সোনার বাংলা এক্সপ্রেস, কিশোরগঞ্জগামী এগার সিন্ধুর প্রভাতি, দেওয়ানগঞ্জ অভিমুখী তিস্তা এক্সপ্রেস, চট্টগ্রাম অভিমুখী মহানগর প্রভাতি যথাসময়ে কমলাপুর স্টেশন ছেড়ে গেছে।
 

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!