গোয়েন্দা পুলিশের (ডিবি) যুগ্ম-কমিশনার (উত্তর) মোহাম্মদ হারুন অর রশীদ বলেছেন, “আন্তজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি। তারা পেশায় সিএনজি চালিত অটোরিকশা চালক, অনলাইন ভিত্তিক ফুড ডেলিভারি ম্যান, রং মিস্ত্রি ও মুদি দোকানের কর্মচারী। নিজেদের পেশাকে কাজে লাগিয়ে টার্গেট করা বাসা খুঁজে ডাকাতি করে থাকে।”
মঙ্গলবার (৩১ মে) দুপুর ১টার দিকে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান হারুন অর রশীদ।
আরও পড়ুন : চকলেটের লোভ দেখিয়ে অপহরণ করা হয় শিশু আঁখিকে
সোমবার (৩০ মে) রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবির তেজগাঁও জোনাল টিম। তারা মোহাম্মদপুরের বছিলা সিটি ডেভেলপার্স লিমিটেড এলাকায় ডাকাতি করার জন্য একত্র হয়েছিল। গ্রেপ্তাররা হলো সুজন হাওলাদার (৩২), রবিউল আউয়াল রবি (১৯), বাবু ওরফে জুয়েল (২২), রনি (১৯), একরাম আলী (৩৩) ও ইব্রাহিম মিঝি (২০)। তাদের কাছ থেকে একনালা বন্দুক, সিএনজি চালিত অটোরিকশা, চাপাতি, দুটি ছোরা, লোহার রড, কাটার পাইপ রেঞ্জ ও ২৫ হাজার টাকা জব্দ করা হয়। তারা ধামরাই, দক্ষিণ কেরানীগঞ্জ এবং মুন্সীগঞ্জে ডাকাতি করেছে বলে স্বীকার করেছে।
হারুন অর রশীদ আরও বলেন, “চক্রের সদস্য সংখ্যা ১৫-১৬ জন। চক্রটির মূলহোতা সাদ্দাম হোসেন পলাতক। তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রতিটি সদস্যদের বিরুদ্ধে সাত থেকে আটটি করে মামলা রয়েছে।”
গ্রেপ্তারদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় দুটি মামলা করা হয়েছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।