• ঢাকা
  • শনিবার, ১৯ এপ্রিল, ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২, ২০ শাওয়াল ১৪৪৬

পি কে হালদার বিষয়ে কিছু জানে না বাংলাদেশ


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ১৪, ২০২২, ০৭:০৫ পিএম
পি কে হালদার বিষয়ে কিছু জানে না বাংলাদেশ

এনআরবি গ্লোবাল ব্যাংক ও রিলায়েন্স ফাইন্যান্স লিমিটেডের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার হালদারকে (পি কে হালদার) গ্রেপ্তারের বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে জানে না বাংলাদেশ। এমনটি জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন।

শনিবার (১৪ মে) বিকেলে সংবাদমাধ্যমকে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্ত্রীর বলেন, “পি কে হালদারের বিষয়ে আমাদের আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। বিষয়টি আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। তাকে ফেরত আনার বিষয়ে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনুরোধ করে, তাহলে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা নেবো।”

এর আগে শনিবার দুপুরে পি কে হালদারকে গ্রেপ্তারের খবর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশ হয়।

শুক্রবার (১৩ মে) ভারতের অর্থ মন্ত্রণালয়ের ডিরেক্টরেট অব এনফোর্সমেন্ট (ইডি) শাখা পশ্চিমবঙ্গের দমদম, ২৪ পরগনাসহ ১০টি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তিন বাংলাদেশিকে আটক করা হয়। তাদের মধ্যে একজন পি কে হালদার বলে নিশ্চিত করেছে ইডি।

ইডি জানায়, পশ্চিমবঙ্গে শিবশঙ্কর হালদার পরিচয়ে পরিচয়পত্রসহ বিভিন্ন কাগজপত্র তৈরি করেছিলেন পি কে হালদার।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!