• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

পাসপোর্ট সংশোধনের সুযোগ চেয়ে মানববন্ধন


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২০, ২০২১, ০৩:২৪ পিএম
পাসপোর্ট সংশোধনের সুযোগ চেয়ে মানববন্ধন

জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে মিল রেখে পাসপোর্ট সংশোধনের সুযোগ চেয়ে মানববন্ধন করা হয়েছে।

সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরাই বাংলাদেশ ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়। 

বক্তারা বলেন, “আমরা দেশের বিভিন্ন আঞ্চলিক অফিস থেকে পাসপোর্ট করিয়েছিলাম। সেখানে কারও নাম, বাবার নাম, ঠিকানা ভুল হয়েছে। আমাদের জাতীয় পরিচয়পত্র ও সার্টিফিকেটের সঙ্গে এর মিল নেই। যার ফলে আমরা দেশের বাইরে যাওয়ার সুযোগ পাচ্ছি না।”

তারা আরও বলেন, “এই সমস্যা সমাধানে আমরা আঞ্চলিক অফিস ও আগারগাঁওয়ের প্রধান অফিসে ঘুরে ক্লান্ত হয়ে গেছি। কিন্তু কোথাও কোনো সমাধান পাইনি। আঞ্চলিক অফিস থেকে বলে হেড অফিসে যেতে, আর হেড অফিস থেকে বলে আঞ্চলিক অফিস যেতে। গত দু’বছর ধরে কোথাও এর সমাধান পাচ্ছি না।”

এ সময় মানববন্ধনে দেশের বিভিন্ন জেলার ৩০-৪০ জন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

জাতীয় বিভাগের আরো খবর

Link copied!