• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৯ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

পরীমনির আরও ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ১০, ২০২১, ১১:৫২ এএম
পরীমনির আরও ৫ দিনের রিমান্ড চাইবে সিআইডি

রাজধানীর বনানী থানায় করা মাদক মামলায় গ্রেপ্তার চিত্রনায়িকা পরীমনিকে মঙ্গলবার (১০ আগস্ট) আদলতে হাজির করে আরও ৫ দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির অতিরিক্ত ডিআইজি শেখ ওমর ফারুক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন,  “আমরা আজ আবার রিমান্ডের প্রেয়ার করব।”

সিআইডির এ কর্মকর্তা জানান, দুপুর ১২টায় আদালতে নেওয়া হবে পরীমনিকে। আজ নতুন করে পরীমনি, রাজ ও মৌয়ের আলাদা করে ৫ দিনের রিমান্ড আবেদন করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৫ আগস্ট) মামলার তদন্ত কর্মকর্তা পরীমনি ও দীপুর সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেন। এ সময় আসামিপক্ষের আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। উভয় পক্ষের শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ডের আদেশ দেন। 

বুধবার (৪ আগস্ট) রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমনি ও তার সহযোগীকে আটক করে র‌্যাব। এ সময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয়।

আটকের পর পরীমনিকে র‌্যাব সদরদপ্তরে নিয়ে যাওয়া হয়। সেখানে রাতভর জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার র‍্যাব বাদী হয়ে মাদক আইনে পরীমনির বিরুদ্ধে মামলা করে। মামলার পর ওই দিনই আদালতে তোলা হয়।

Link copied!