পরীমনি ও রাজ আদালতে, রিমান্ড আবেদন পুলিশের


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: আগস্ট ৫, ২০২১, ০৮:৩৭ পিএম
পরীমনি ও রাজ আদালতে, রিমান্ড আবেদন পুলিশের

চিত্রনায়িকা পরীমনি এবং তার ঘনিষ্ঠ নজরুল ইসলাম রাজকে আদালতে নেওয়া হয়েছে। মাদকের দুই মামলায় তাদের বিরুদ্ধে সাত দিন করে রিমান্ডের আবেদন করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে মামলার বিষয়টি নিশ্চিত করে বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, চিত্রনায়িকা পরীমনি ও তার ঘনিষ্ঠ নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে বনানী থানায় পৃথক দুটি মামলা করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১)। 

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, র‍্যাব সদস্যরা পরীমনি ও রাজ মাল্টিমিডিয়ার কর্ণধার চলচ্চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজসহ চারজনকে থানায় নিয়ে আসে। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা হয়েছে। র‍্যাব বাদী হয়ে মামলা দুটি করেছে।

মামলার বাকি দুই আসামি হলেন পরীর সহযোগী আশরাফুল ইসলাম দীপু এবং রাজের ম্যানেজার মো. সবুজ আলী বলে তিনি উল্লেখ করেন।

এর আগে বুধবার (৪ আগস্ট) বিকালে পরীমনির বাসায় অভিযান চলায় র‌্যাব। চার ঘণ্টাব্যাপী অভিযান শেষে তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করে র‌্যাব। পরে তাকে আটক করে র‌্যাবের সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। 

র‌্যাবের অভিযানের আগে কয়েকজন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরীর বাসায় যান। আতঙ্কে তিনি দরজা না খুলে ফেসবুক লাইভে ঘনিষ্ঠজন ও পরিচিত গণমাধ্যমকর্মীদের সাহায্য চান।  

পরীর বাসায় অভিযান শেষে নজরুল ইসলাম রাজের বাসায় অভিযান পরিচালনা করে র‌্যাব। তার বাসা থেকেও মাদকসহ বিকৃতি যৌনতার নানা সরঞ্জাম উদ্ধার করে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) র‌্যাব সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, আটকের পর চিত্রনায়িকা পরীমনিকে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। 

ওই কর্মকর্তা আরও বলেন, পরীমনির বিরুদ্ধে মাদক মামলা করা হবে। এছাড়া একই দিনে আটককৃত নজরুল ইসলাম রাজের নামে মাদক ও পর্নোগ্রাফি আইনে মামলা করা হবে। 

মঈন বলেন, “পরীমনি ২০১৬ সাল থেকে মাদকাসক্ত। তাকে বিভিন্ন সময়ে মাদক সরবরাহ করতেন নজরুল ইসলাম রাজ। তার ফ্ল্যাট থেকে বিভিন্ন ব্র্যান্ডের বিদেশি মদ জব্দ করা হয়। পরীমনি নিজের অ্যালকোহলের চাহিদা মেটানোর জন্য ফ্ল্যাটে মিনিবার স্থাপন করেন। সেই বারে বিভিন্ন সময়ে ডিজে পার্টি আয়োজন করতেন। তার ফ্ল্যাটে নজরুল ইসলাম রাজসহ বিভিন্ন ব্যক্তির আসা-যাওয়া। রাজ তার বাসায় মাদক সরবারহ করতেন।” 

Link copied!