চিত্রনায়িকা পরীমণির ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তুহিন সিদ্দিকী অমির জামিন মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার (২৯ জুন) দুপুরে ৫ দিনের রিমান্ড শেষে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাদের হাজির করা হলে এই জামিন আদেশ মঞ্জুর করেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা।
এই সময় মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক কামাল হোসেন মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত অভিযুক্তদের কারাগারে আটক রাখার আবেদন করেন।
অপরদিকে জামিন চেয়ে আবেদন করেন আসামিদের আইনজীবী। আবেদনের পরিপ্রেক্ষিতে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহজাদী তাহমিদা শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করে আদেশ দেন।
গত ২৩ জুন মামলার আসামি নাসির ও অমির ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজিব হাসান।
এর আগে ১৪ জুন রাত ১২টা ৫ মিনিটে ডিবির গুলশান জোনাল টিমের উপ-পরিদর্শক (এসআই) মানিক কুমার সিকদার বাদী হয়ে রাজধানীর বিমানবন্দর থানায় নাসির, অমিসহ ৫ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরেকটি মামলা করেন। ওই মামলায় গত ১৫ জুন ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নিভানা খায়ের জেসি নাসির ও অমির ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৩ জুন ফেসবুকে পরীমণি অভিযোগ করেন, ৯ জুন (বুধবার) উত্তরার বোট ক্লাবে তাকে ধর্ষণ ও হত্যার চেষ্টা চালান ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ ও তার সহযোগীরা। ওই ঘটনায় পরীমণি সাভার থানায় ৬ জনকে আসামি করে মামলা করেন। সেই মামলার পরিপ্রেক্ষিতে উত্তরায় তুহিন সিদ্দিকী অমির বাসায় অভিযান চালিয়ে নাসির ও অমিসহ ৫ জনকে গ্রেপ্তার করে ডিবি।