• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পদ্মা-যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়ার শঙ্কা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১, ২০২২, ০৮:৩৪ পিএম
পদ্মা-যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়ার শঙ্কা

আগামী ২৪ ঘণ্টায় যমুনা-ব্রহ্মপুত্রের পানি বাড়তে পারে। ইতোমধ্যে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাচ্ছে, যা আগামী ৪৮ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

শুক্রবার (জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

বিজ্ঞপ্তিতে বলা হয়- ব্রহ্মপুত্র নদের পানি সমতল স্থিতিশীল আছে। যমুনা নদীর পানি সমতল বৃদ্ধি পাচ্ছে। উভয় নদীর পানি সমতল আগামী ২৪ ঘণ্টায় বাড়তে পারে।

দেশের উত্তর পূর্বাঞ্চলের সব প্রধান নদ-নদীর পানি সমতল হ্রাস পাচ্ছে, যা আগামী ২৪ ঘণ্টা পর্যন্ত অব্যাহত থাকতে পারে। 

অপরদিকে আগামী ২৪ ঘণ্টায় দেশের কুড়িগ্রাম, সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোণা, কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়া জেলার বন্যা পরিস্থিতির উন্নতি হতে পারে।

পর্যবেক্ষণাধীন ১০৯টি স্টেশনের মধ্যে ৬১টিতে পানি সমতল বেড়েছে, কমেছে ৪১টিতে অপরিবর্তিত আছে ৭টিতে।

Link copied!