• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে নিম্নচাপটি


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: মে ৮, ২০২২, ১২:৪২ পিএম
ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে নিম্নচাপটি

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় ‘অশনি’তে রূপ নিয়েছে। রোববার (৮ মে) সকাল ৬টায় এটি শক্তি সঞ্চয় করে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে একই এলাকায় অবস্থান করছে।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, এটি আরও ঘনীভূত হয়ে উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।

গত বছর মে মাসেও বঙ্গোপসাগরে ‘ইয়াস’ নামের একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছিল। আবহাওয়া অধিদপ্তর গভীর সমুদ্রে অবস্থানরত নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করার পরামর্শ দিয়েছে।

আবহাওয়া অধিদপ্তর থেকে জানা গেছে, ঘূর্ণিঝড়টির গতিপথ ভারতের উড়িষ্যা ও পশ্চিমবঙ্গের উপকূল। তবে এর প্রভাব পড়তে পারে বাংলাদেশের খুলনা, সাতক্ষীরা উপকূলেও। তবে ঘূর্ণিঝড়টি কোথায় আঘাত হানবে তা আগামী দুইদিনে বোঝা যাবে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

Link copied!