• ঢাকা
  • বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

নিউমার্কেটে সংঘর্ষে আহত একজনের মৃত্যু


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৯, ২০২২, ১০:৪৭ পিএম
নিউমার্কেটে সংঘর্ষে আহত একজনের মৃত্যু
ছবি- সংগৃহীত

রাজধানীর নিউমার্কেটে সংঘর্ষের ঘটনায় আহত নাহিদ হাসান (১৮) নামে এক পথচারী মারা গেছেন।

মঙ্গলবার (১৯ এপ্রিল) রাত পৌনে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঢামেকের আইসিইউতে কর্তব্যরত চিকিৎসক ডা. তৌফিক এলাহী তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত নাহিদ এলিফ্যান্ট রোডের একটি কুরিয়ার সার্ভিসে চাকরি করতেন।

নিহত নাহিদের স্ত্রী ডালিয়া আক্তার জানান, সোমবার সকালে কামরাঙ্গীরচর দেওয়ান বাড়ির এলাকার বাসা থেকে অফিসের উদ্দেশে বেরিয়ে যান নাহিদ। নিউমার্কেট এলাকায় সংঘর্ষের সময় আহত অবস্থায় রাস্তায় পড়ে থাকলে শুভ নামে একজন তাকে হাসপাতালে নিয়ে আসেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাহিদ হাসানের হাসপাতালে ভর্তি হওয়ার খবর পান তিনি।

এদিকে আইসিইউতে মোরসালিন (২৬) নামে আরও একজন দোকানকর্মী মুমূর্ষু অবস্থায় রয়েছেন। তিনিও কামরাঙ্গীরচরের বাসিন্দা। আহত মোরসালিনের ভাই নূর মোহাম্মদ জানান, নিউমার্কেটে অবস্থিত নিউ সুপার মার্কেটে একটি দোকানে মোরসালিন কাজ করতেন।

এদিকে মঙ্গলবার বিকেল পর্যন্ত সংঘর্ষের ঘটনায় ঢাকা কলেজের অন্তত ৩০ শিক্ষার্থী আহত হন বলে নিশ্চিত করেন ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক ড. মো. আব্দুল কুদ্দুস সিকদার। তবে শিক্ষার্থীদের দাবি, তাদের শতাধিক সহপাঠী আহত হয়েছেন।

Link copied!