• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা


সংবাদ প্রকাশ প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১৪, ২০২২, ১১:৫৩ এএম
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ২০২৩ সালের ডিসেম্বরে তফসিল ও ২০২৪ সালের ২৯ জানুয়ারির মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনের অডিটোরিয়ামে দ্বাদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হয়।

অসুস্থ থাকার কারণে সিইসি অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি বলে বক্তব্যে জানিয়েছেন নির্বাচন কমিশনার আহসান হাবিব।

আহসান হাবিব তার বক্তব্যে বলেন, “রোডম্যাপের একমাত্র উদ্দেশ্য হলো একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য ও সব দলের অংশগ্রহণে নির্বাচন আয়োজন করা।”

ভোটের সোয়া বছর আগেই নির্বাচনের কর্মপরিকল্পনা প্রকাশ করল সাংবিধানিক প্রতিষ্ঠানটি। এতে নির্বাচনের যাবতীয় পরিকল্পনা উল্লেখ থাকবে বলে জানিয়েছেন ইসির কর্মকর্তারা।

Link copied!