পবিত্র হজ পালন শেষে দেশে ফিরলেন ২৬ হাজার ৫০৪ জন হাজি। সোমবার (২৫ জুলাই) হজ সম্পর্কিত প্রতিদিনের বুলেটিনে এ তথ্য জানানো হয়।
বুলেটিনে বলা হয়, ৭২টি ফিরতি ফ্লাইটে দেশে ফিরেছেন এসব হাজি। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনস পরিচালিত ৩৪টি, সৌদি এয়ারলাইনস পরিচালিত ৩৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনস পরিচালিত পাঁচটি। হজযাত্রীদের ফিরতি ফ্লাইট শেষ হবে আগামী ৪ আগস্ট।
বুলেটিনে আরও বলা হয়, এ বছর হজে গিয়ে ২৩ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে পুরুষ ১৬ জন ও নারী ৭ জন।
৮ জুলাই পবিত্র হজ পালিত হয়েছে। এবার বিদেশ থেকে সাড়ে ৮ লাখসহ মোট ১০ লাখ মুসল্লিকে নিয়ে হজ অনুষ্ঠিত হয়। ২০১৯ সালে সারা বিশ্ব থেকে প্রায় ২৫ লাখ মুসল্লি হজে অংশ নিয়েছিলেন। কিন্তু এরপর করোনাভাইরাসের কারণে হজযাত্রীর সংখ্যা কমাতে বাধ্য হয় সৌদি হজ কর্তৃপক্ষ।
এ বছর বাংলাদেশ থেকে ৬০ হাজার ১৪৬ জন হজ পালন করেছেন। হজ ব্যবস্থাপনা ও হজ প্রতিনিধি দলসহ এবার ১৬৫টি ফ্লাইটে হজে যান তারা। এর মধ্যে বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ৩০ হাজার ৩৬৩ জন, সৌদি এয়ারলাইনসের ২৩ হাজার ৯১৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের মাধ্যমে ৫ হাজার ৮৬৪ জন হজযাত্রী সৌদি গিয়েছিলেন।